বাঁশখালীর শেখেরখীলে গৃহবধূর আত্মহত্যা

বাঁশখালী প্রতিনিধি

| বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৬:১৫ পূর্বাহ্ণ

বাঁশখালীর শেখেরখীলে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে আফরোজা খানম সাবরিনা নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানা গেছে। ২৫ জুন রাতে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৪নং ওয়ার্ড পূর্ব শেখেরখীল এলাকায় এ ঘটনা ঘটে। আফরোজা খানম সাবরিনা (২২) ওই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী। তিনি পূর্ব শেখেরখীল চেয়ারম্যান ঘাটা এলাকার মোঃ মোজাফফর আহমদের মেয়ে। ঘটনার ব্যাপারে বাঁশখালী থানার এসআই ফিরোজ জানান, ২৫ জুন রাতে পারিবারিক কলহের জের ধরে আরিফুল ইসলামের স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আরিফুল ইসলামসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, গলায় ফাঁস লাগিয়ে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন জানান। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই নিশ্চিত হওয়া যাবে আত্মহত্যা নাকি অন্য কিছু ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারের সাথে বেপজিয়া নেতৃবৃন্দের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধটিসিবির ট্রাক সেলের বদলে স্থায়ী দোকান: বাণিজ্য প্রতিমন্ত্রী