বাঁশখালীর শেখেরখীল এলাকার অধ্যাপক দেলোয়ার হোসেনের মেয়ে পিএইচডি অধ্যায়নরত তেহেসিন সামিরার সাথে তুরস্কের ইস্তাম্বুল তুর্কি এলাকার উনাল আরাস এর সাথে বিয়ে হয়েছে।
বাঁশখালীর পশ্চিম পুঁইছড়ি জমিদার বাড়ির নুরুল আনোয়ার চৌধুরীর নাতনি মোবাইল নেটওয়ার্ক নিয়ে সেখানে অধ্যায়নরত। সে সূত্র ধরে পরিচয় এবং পরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
বিষয়টি আজাদীকে নিশ্চিত করেছেন তেহেসিন সামিরার মামা আবু নোমান চৌধুরী। সামিরার মা কাউসার পারভিন বলেন, বাঁশখালীর মেয়েকে বিয়ে করে খুশি তুর্কি উনাল আরাস।