বাঁশখালীর প্রধান সড়ক যানজট ও দুর্ঘটনামুক্ত এবং নিরাপদ করা হোক

| সোমবার , ২৮ জুলাই, ২০২৫ at ৪:৪৯ পূর্বাহ্ণ

বাঁশখালীর প্রধান সড়কটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে শুধু বাঁশখালীর মানুষ চলাচল করে তা নয় অসংখ্য মানুষ চলাচল করে। কক্সবাজার, চকরিয়া, টেকনাফ, কুতুবদিয়া দরবার শরীফ, মহেশখালীর মানুষসহ বিভিন্ন জেলার মানুষের যাতায়াত রয়েছে এই সড়ক দিয়ে। যার কারণে উক্ত সড়কে প্রাইভেট গাড়ি, সিএনজি এবং বড় বাসগুলো যাতায়াত করে থাকে। কিন্তু এই সড়কে প্রায় সময় যানজট লেগেই থাকে এবং দুর্ঘটনাও নিত্য দিনের সংবাদ। পাশাপাশি উক্ত সড়কটি দিয়ে মাদক চোরা চালানও হয়ে থাকে কাজেই, গুরুত্বপূর্ণ এই সড়ককে যানজটদুর্ঘটনা মুক্ত এবং নিরাপদ করার জন্য প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানাচ্ছি।

এইচ.এম ফারুকুল ইসলাম

বাঁশখালী,

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধআহমদ ছফা : এক বিদ্রোহী মননের মনীষা
পরবর্তী নিবন্ধরিক্ত