বাঁশখালী থেকে চট্টগ্রাম শহরসহ বিভিন্ন জেলায় যাতায়াতের একমাত্র ব্যস্ততম সড়ক এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন এই সড়ক ব্যবহার করে হাজার হাজার মানুষ নানান গন্তবে ছুটছেন। দিন দিন এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে যানের সংখ্যাও। বিগত কয়েক বছর আগের এবং বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায় সড়কটিতে যান চলাচলের সংখ্যা বেড়েছে পূর্বের তুলনায় কয়েকগুণ। চাপ বেড়েছে ঠিক, কিন্তু সড়ক আগের মতোই রয়ে গেছে। প্রশস্ত করার কোনো নামগন্ধ নেই। যার ফলে এই ছোটো সড়কে এত বেশি যান চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা সম্মুখীন হয়ে হাসপাতালে বেডে শোয়ার কঠিন অভিজ্ঞতা নিতে হচ্ছে অনেককেই। আবার কারো কারো ভাগ্যে জুটছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু। বর্তমানে এই সড়কে সবচেয়ে বড় আতংক বাস। কয়েকটি কোম্পানির বাস চলে এই সড়কে। বাসগুলো পাল্লা দিয়ে এমন গতিতে চলে যেন মনে হয় এই বুঝি ছোটো যানগুলোর উপর উঠে যাবে। এই আতংক ছোটো গাড়ির ড্রাইভার ও যাত্রীদের নিয়মিত অস্বস্তিতে ফেলে। এমতাবস্থায় এই সমস্যার সমাধান জরুরি। গুরুত্বপূর্ণ এই সড়কটি চার লেনে উন্নীত করা উচিত। চার লেনে উন্নীত করলে যেমন যানজট কমবে তেমনি কমে যাবে দুর্ঘটনা তথা লাশের মিছিল।
মশিউর রহমান আবির
শিক্ষার্থী, আইন বিভাগ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।