চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর এলাকায় হাতির হামলায় এক অজ্ঞাত (৬৫) ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে পুকুরিয়া বেলগাঁও চা বাগানের সাধনপুর পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় জনগণ লাশটি পড়ে থাকলে দেখলে পুকুরিয়া বেলগাঁও চা বাগানের ব্যবস্থাপক মোঃ আবুল বাশারকে জানালে তিনি থানা প্রশাসন এবং বনবিভাগকে অবহিত করেন।
পরে থানা পুলিশের রামদাশ হাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা ও বনবিভাগের পুকুরিয়া বনবিট কর্মকর্তা মোঃ আশরাফ আলীসহ অন্যান্যরা ঘটনাস্থলে গিয়ে লাশের সন্ধান পায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
থানা পুলিশের রামদাশ হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাগচী বলেন, লাশের সন্ধান পাওয়া গেলেও পরিচয় পাওয়া যায়নি । এ ব্যাপারে একটি ইউডি মামলা হবে বলে তিনি জানান।