বাঁশখালীর পর্যটনস্পটগুলোতে মাদকের দৌরাত্ম্য; প্রশাসনের হস্তক্ষেপ চাই

| শুক্রবার , ১০ অক্টোবর, ২০২৫ at ৬:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনার জন্য সুপরিচিত। সমুদ্রসৈকত, চা বাগান, ইকোপার্ক, মিনি কাশ্মীরসহ বিভিন্ন দর্শনীয় স্থান হিসেবে পরিচিত দীর্ঘদিন ধরে। কিন্তু এই পর্যটন বিকাশের সমান্তরালে ভয়াবহভাবে বাড়ছে মাদকের দৌরাত্ম্য। প্রকাশ্যে কিংবা গোপনে চলছে মাদক কারবার। অনেক দোকান ও অস্থায়ী ব্যবসা কেন্দ্রকে ব্যবহার করে ইয়াবা, মদ, ভাং, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক পর্যটকদের কাছে সরবরাহ করা হচ্ছে। বিশেষ করে রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই অবৈধ বাণিজ্য আরও সক্রিয় হয়ে ওঠে। পর্যটকদের ভিড়কে কেন্দ্র করে তৈরি হওয়া এই অঘোষিত বাজার ধীরে ধীরে পুরো এলাকাকে প্রভাবিত করছে, যা পরিবেশকেও নষ্ট করছে।

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এসব কর্মকাণ্ডের বিপরীতে প্রশাসনের অবস্থান অনেকটাই নীরব। নিয়মিত নজরদারি বা কঠোর আইন প্রয়োগ না থাকায় মাদক কারবারীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। ফলে পর্যটনকেন্দ্রগুলোতে দিন দিন অপরাধপ্রবণতা বাড়ছে, বাড়ছে অনৈতিক কর্মকাণ্ড। পর্যটন স্পটগুলোতে এই মাদক দৌরাত্ম্য রোধে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। পর্যটন এলাকাগুলোতে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। নচেৎ এক অবশ্যম্ভাবী মাদকের নগরী হিসেবে গড়ে উঠবে বাঁশখালী।

আব্দুল্লাহ আল মাহমুদ

বাঁশখালী, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ ওয়ালিউল্লাহ: সংস্কারমুক্ত মননশীল লেখক
পরবর্তী নিবন্ধযাযাবর