বাঁশখালীর ছনুয়ায় বিয়ে বাড়িতে হামলা

মহিলা সহ আহত ১০

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ৩১ অক্টোবর, ২০২০ at ৯:৩৭ অপরাহ্ণ

বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুরাইয়া বর এলাকার জামাল উদ্দিনের মেয়ের বিয়ে উপলক্ষে চলমান বিয়ে অনুষ্ঠানে হামলার অভিযোগ পাওয়া গেছে।
হামলায় বিয়ে বাড়িতে বেড়াতে আসা অতিথি ও বরযাত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
হামলাকারীরা এ সময় আগত অতিথিদের কাছ থেকে স্বর্ণ ও টাকা-পয়সা ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।
শুক্রবার রাতে সংঘটিত হামলার ঘটনায় গুরুতর আহত জামাল উদ্দিনের স্ত্রী শাহানা আক্তার বাদী হয়ে থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
বাঁশখালী থানায় প্রদত্ত অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) রাতে ছনুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুরাইয়া বর এলাকার জামাল উদ্দিনের কন্যা হিরুমনির সাথে একই ইউনিয়নের ছনুয়া খুদুকখালী গ্রামের নুরুল কাদেরের ছেলে মো. ইউছুফ মিয়ার সাথে বিয়ের অনুষ্ঠান চলার প্রাক্কালে স্থানীয় কলিমুল্লাহ, জামাল গংরা হামলা চালায়।
এ সময় জামাল উদ্দিন(৪৫), হাফসা বেগম(৩৫), আজিজুর রহমান(৫০) সহ অন্তত প্রায় ১০ জন আহত হয়।
হামলাকারীরা বিয়ের মঞ্চ ভাঙচুর করে আগত অতিথিদের কাছ থেকে স্বর্ণ ও নগদ টাকা-পয়সা ছিনিয়ে নেয় বলে অভিযোগে প্রকাশ।
হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও ভয়ভীতি দেখিয়ে লুটপাট করে চলে গেলে হামলায় আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেয় এবং গুরুতর আহত জামাল উদ্দিনকে বাঁশখালী হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. রেজাউল করিম মজুমদার বলেন, “ছনুয়ার খুদুলখালীতে বিয়ে বাড়িতে হামলার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে।”
তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
পরবর্তী নিবন্ধনা ফেরার দেশে প্রথম জেমস বন্ড শন কনারি