বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড খুদুকখালীস্থ মাঠে আজিজুর রহমান পাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনালে মুখোমুখি হয় ছনুয়া এবং পুইছড়ি। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও মেডেল তুলে দেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকোট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক। এ সময় উপস্থিত ছিলেন পুইছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন, সাধনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহিদ উদ্দিন চৌধুরী, বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য নজরুল ইসলাম বাবুল, ছনুয়া কাদেরিয়া উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক হোসাইন মামুন, ছনুয়া ইউনিয়ন বিএনপির সংগঠক নাজমুল হক তালুকদার, ছনুয়া ৩নং ওয়ার্ড ইউপি সদস্য কামাল উদ্দিন, ছনুয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন সিকদার, ছনুয়া ইউনিয়ন পরিষদ ৬ নং ওয়ার্ডের সদস্য তারেকুল আজিজ, ছনুয়া ইউনিয়নের বিএনপি নেতা মোঃ সেলিম, শিক্ষাবিদ ও সমাজসেবক ছরওয়ার কামাল, বাঁশখালী উপজেলা যুবদল নেতা আমান উল্লাহ,জন্ম ইউনিয়নের সমাজ সেবক মোঃ আব্বাস প্রমুখ












