জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ছনুয়া চেয়ারম্যান গোল্ডকাপ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। খেলায় শেখেরখীল হিরামন ক্লাব একাদশ চকরিয়ার কুটাখালী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ছনুয়া উপজেলার চেয়ারম্যান এম. হারুনুর রশিদ আয়োজিত চেয়ারম্যান গোল্ডকাপ ভলিবলের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. শহিদ উল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী চেয়ারম্যান সমিতির সভাপতি ও কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম. শাহাদত আলম, বিশেষ অতিথি ছিলেন শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন সিকদার, ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান এম. হারুনুর রশিদ, নুরুল আবছার কোম্পানী, মোহাম্মদ আলমগীর।