বাঁশখালীর চেচুরিয়া বাজারে আগুনে পুড়ল ৫ দোকান

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২২ মার্চ, ২০২৫ at ৯:৩৩ পূর্বাহ্ণ

বাঁশখালীর বৈলছড়ির চেচুরিয়া বাজারে অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে চেচুরিয়া হাবিবের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে শওকত আলীর মিষ্টির কারখানা ও দোকান, মো. জাকারিয়ার কুঠির শিল্পের দোকান, মো. কালু, মো. এন্তু মিয়া ও মো. নেছার আহমদের শুটকির দোকান পুড়ে যায়।

বৈলছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ দত্ত বলেন, অগ্নিকাণ্ডের ভয়াবহতা প্রকট ছিল। ফায়ার সার্ভিস টিম না আসলে আশেপাশের দোকানগুলোও ক্ষতিগ্রস্ত হতো। আগুনে ৫টি দোকানের মালামাল পুঁড়ে যায়।

খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের আলাদা দুটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় জনগণও এ সময় ফায়ার সার্ভিস টিমকে সহযোগিতা করেন। বাঁশখালী ফায়ার সাভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনর্চাজ মো. মিজানুর রহমান জানান, আমাদের দুটি দমকলবাহিনী একসাথে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এতে পাঁচ দোকানের সর্বস্ব পুড়ে যায়। রক্ষা পায় পাশের আরো কয়েকটি দোকান।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে কাগতিয়ায় মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধকক্সবাজারে দুই ছিনতাইকারী গ্রেপ্তার