বাঁশখালীর চাম্বল ইউনিয়নের ঐতিহ্যবাহী বাংলাবাজার ঘাটে (জলকদর খালে) নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকালে পশ্চিম চাম্বল বাংলা বাজার এলাকার ব্যবসায়ীদের উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গুরুধন দাশের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী । অনুষ্টানে অতিথি ছিলেন ছিলেন সাংবাদিক ও সংগঠক কল্যাণ বড়ুয়া, আবু বক্কর বাবুল, ইউপি সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ, মো: আকতার, বাবুল চৌধুরী, আবু তৈয়ব, মো: জাকের, মীর কাসেম, নুরুল আলম, কামাল উদ্দিন, সনজয় কান্তি দাশ, রাম প্রসাদ দাশ, পরিমল দাশ, শ্রীধর দাশ, কাজল দাশ, হরিপদ দাশ, রতন দাশ প্রমুখ। অনুষ্টানে প্রধান অতিথি চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী বলেন, নৌকা বাইচ প্রতিযোগিতা একটি ঐতিহ্যবাহী গ্রামীন সংষ্কৃতির অংশ। কালের আবর্তে এ খেলা এখন হারিয়ে যাচ্ছে। তারপরে ও আমার এলাকার জনগন এ খেলা ধরে রাখার জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং এ প্রতিযোগিতা চালিয়ে নিতে সর্বাত্নক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। খেলায় আকাশী দল রানার্স আপ এবং সবুজ দল চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতায় সেরা মাঝি নির্বাচিত হয় কম্পিউটার মাঝি ।