বাঁশখালীতে চাম্বল ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে। গত রোববার বাংলাদেশ নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা যায়। উপজেলার ১৪টি ইউনিয়নের নির্বাচন ১৫ জুন অনুষ্ঠিত হবার কথা ছিলো। তবে এক প্রার্থীর ইভিএম নিয়ে মন্তব্যের কারণে মামলা হওয়াতে নির্বাচন স্থগিত হয়। জানা জায়, চাম্বল ইউনিয়নে আগামী ১৪ জুলাই সংরক্ষিত চেয়ারম্যান পদে ৪ জন, সদস্য পদে ৯ জন, সাধারণ সদস্য পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। নির্বাচনে ১০টি কেন্দ্রে ২৫ হাজার ৫৯০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম বলেন, চাম্বলের স্থগিত নির্বাচন নিয়ে কমিশন নতুন করে তফশীল দিয়েছে, সে অনুসারে নির্বাচন হবে। চাম্বল ইউনিয়নের নির্বাচনের দায়িত্বরত রিটানিং অফিসার ও চট্টগ্রামের পাঁচলাইশ থানা নির্বাচন কর্মকর্তা রকর চাকমা বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, ১৪ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠি হবে।