বাঁশখালীর সামাজিক সংগঠন ‘গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ’র উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টায় বিজয় দিবস উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ে ফ্রি চিকিৎসা সেবা শুরু হয়। এ সময় বিশেষজ্ঞ ডাক্তারের সহায়তায় মেডিসিন, শিশুরোগ, চর্মরোগ, চক্ষু, গাইনী রোগ বিষয়ে ফ্রি চিকিৎসাসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এ সময় পরিষদের উপদেষ্টা ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) পটিয়া উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ ইউসূফ, গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিহাব উদ্দিন, পরিষদের সভাপতি এনামুল হক সিকদার মানিক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদুল ইসলাম, দপ্তর সম্পাদক উৎফল চৌধুরী সঞ্জয়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুহাম্মদ মঈন উদ্দিন, নির্বাহী সদস্য মাওলানা মুহাম্মদ কাজেম রেজা হোসাইনী, প্রকৌশলী নাছির উদ্দিন, সদস্য কবি ও কথাসাহিত্যিক জসিম উদ্দিন মনছুরি, ডা. মুহাম্মদ জাহেদ হোসাইন, ডা. মুহাম্মদ আব্দুল মোস্তফা, ডা. মুহাম্মদ সিহাবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন রোগে আটজন চিকিৎসক আলাদাভাবে রোগীদের চিকিৎসা প্রদান করেন। ছয়শতাধিক রোগী বিনামূল্যে ওষুধ ও ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করেন।