বাঁশখালীর গণ্ডামারায় প্যানেল চেয়ারম্যান নিযুক্ত

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ মে, ২০২৩ at ৫:৪৬ পূর্বাহ্ণ

বাঁশখালীর গণ্ডামারায় প্যানেল চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। গতকাল বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি ১শাখা এর সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক আদেশে প্যানেল চেয়ারম্যান নিযুক্ত করা হয়। গতকাল বুধবার স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৫() ধারা মতে গণ্ডামারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ওসমান গণিকে প্যানেল চেয়ারম্যান ১, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহ আলমকে প্যানেল চেয়ারম্যান ২, সংরক্ষিত ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য জান্নাত আরাকে প্যানেল চেয়ারম্যান ৩ মনোনীত করা হয়।

এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে আজ (গতকাল) গণ্ডামারা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের একটি প্রজ্ঞাপন হাতে পেয়েছি। গণ্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান মো. লেয়াকত আলীকে গত ৯ ফেব্রুয়ারি নগরীর সুগন্ধা এলাকার বাসা থেকে আটক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের প্রকৃতি ও মানুষের ভালোবাসা মুগ্ধ করে
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার যাদুকরী নেতৃত্বে বাংলাদেশ আজ বদলে গেছে