বাঁশখালীর খানখানাবাদের ইউনিয়ন পরিষদ সংলগ্ন সেন্টার পুকুর পাড় এলাকায় আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণের বিষয়ে দুপক্ষের মধ্যে হামলার ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সংঘটিত এ ঘটনায় আহত ৩ জনকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে নেওয়া হয়েছে, বাকীরা বাঁশখালী হাসপাতালে ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সূত্র জানায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে খানখানাবাদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন সেন্টার পুকুর পাড় এলাকায় আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মানের কাজ চলমান রয়েছে। সেখানে গত বুধবার বিকালে প্রকৌশলী কাজের মান দেখতে গেলে একটি পক্ষ জলকদরখাল থেকে নিম্নমানের বালি নিয়ে কাজ করছে বলে অভিযোগ করেন। তা নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ হয়। তারই জের ধরে বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ বদরুদ্দিন চৌধুরী বলেন, পরিষদ সংলগ্ন সেন্টার পুকুর পাড় এলাকায় আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মানের কাজ চলছে। তা আমি জনপ্রতিনিধি হিসাবে উপজেলা প্রশাসনের নির্দেশে দেখাশুনা করি মাত্র। সেখানে আমার ব্যক্তিগত কোন দায়িত্ব নেই। এ কাজের বিষয়ে স্থানীয় ইউসুফ ও নবী হোসেনের বিরোধের কারণে হামলার চেষ্টা হয়। তাতে একপক্ষ অপর পক্ষের উপর ইটপাটকেল নিক্ষেপ করে বলে তিনি জানান।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন বলেন, খানখানাবাদে স্থানীয় ও রাজনৈতিক বিষয়ে দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, সরকারি আশ্রয়ন প্রকল্পের বিষয়ে কোন ঘটনা হয়নি, যা হয়েছে তা তাদের এলাকার অভ্যান্তরীন বিষয়।