বাঁশখালীতে কয়লাবিদ্যুৎকেন্দ্র নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে মো. শাহনেওয়াজ চৌধুরী (৩৫) নামের এক প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ মে) দিবাগত রাতে উপজেলার গন্ডামারা থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহনেওয়াজ উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।
এস আলম গ্রুপের চিফ কো অর্ডিনেটর ফারুক আহমদ বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করলে মামলার অভিযুক্ত আসামি শাহনেওয়াজ চৌধুরীকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারি কর্মকর্তা বাঁশখালী থানার এসআই মাহবুব হোসেন। এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর আজাদীকে বলেন, এসএস পাওয়ার প্ল্যান্টের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেওয়ায় ডিজিটাল আইনে মামলার ভিত্তিতে শাহনেওয়াজকে গ্রেপ্তার করে আদালতে চালান দেওয়া হয়েছে।