বাঁশখালীর কালীপু‌রে সংঘ‌র্ষে আহত ৩

বাঁশখালী প্রতি‌নি‌ধি | বুধবার , ২৬ অক্টোবর, ২০২২ at ১০:৫১ অপরাহ্ণ

বাঁশখালীর কালীপুর ইউ‌নিয়‌নের গুনাগরী কাঁচা বাজার এলাকায় সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে‌ছে।

আজ বুধবার (২৬ অক্টোবর) সকা‌লে সংঘ‌টিত এ ঘটনায় ওসমান গনি (৩৪), নাছির উদ্দীন (২০), মো. আ‌জিজ (২২) সহ আ‌রো কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গে‌লেও বুধবার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা কিংবা অ‌ভি‌যোগ ক‌রে‌নি ব‌লে থানা সূত্রে জানা যায়।

প্রসঙ্গত, গত ২১ অ‌ক্টোবর কালীপুর ইউ‌নিয়‌নের গুনাগরী কাঁচা বাজার এলাকায় এক‌টি দোকা‌নের মা‌লিকানা নি‌য়ে সংঘ‌র্ষের ঘটনা ঘ‌টে। এ‌তে কালীপুর ইউ‌নিয়‌ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম (৪৫), ব্যবসায়ী জম‌শেদ হো‌সেন (৩১) আহত হয়।

এ ঘটনার পর পর মামলা হ‌লে মামলার আসা‌মিরা জা‌মিন নেয়।

এ ঘটনার জের ধরে আজ বুধবার সকা‌লে আবা‌রো হামলার ঘটনা ঘ‌টে ব‌লে জানান প্রত্যক্ষদর্শীরা।

এ ব্যাপা‌রে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. কামাল উ‌দ্দিন ব‌লেন, “কালীপু‌রের ঘটনার ব্যাপা‌রে থানায় কেউ অ‌ভি‌যোগ কিংবা মামলা ক‌রে‌নি। আ‌গের ঘটনায় মামলা হ‌য়ে‌ছে এবং আসা‌মিরা জা‌মি‌নে আ‌ছে।”

পূর্ববর্তী নিবন্ধছবি তোলাতে এসে ধরা ২ রোহিঙ্গা
পরবর্তী নিবন্ধবিডিপি জামায়াত হলে নিবন্ধন নয়