বাঁশখালীর কালীপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:২১ পূর্বাহ্ণ

বাঁশখালীর কালীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী রাজু (৪২) ও সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামানকে গতকাল ৬ ফেব্রুয়ারি গ্রেপ্তার করেছে পুলিশ।

মোহাম্মদ আলী রাজু ওয়ার্ডের জিন্নাত আলী তালুকদার বাড়ি এলাকার মৃত মোক্তার আহমদ ও সাজেদা বেগমের পুত্র। মো. খালেকুজ্জামান (৪০) কালীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড়পাড়া এলাকার মৃত নুরুজ্জামান ও রেহেনা আক্তারের পুত্র। মো. খালেকুজ্জামান ২০২৪

সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসাবে অংশ নিয়ে বেঞ্চ প্রতীকে ২৯৩ ভোট পেয়েছিলেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় চার লাখ টাকার সেগুনকাঠ জব্দ
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছে শেখ মুজিবের ম্যুরাল