চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরে পূর্ব শত্রতার জেরে এক কৃষকের প্রায় ৮ শতক জমিতে রোপণ কৃত প্রায় ২ শতাধিক কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোর রাতে উপজেলার কালীপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নাছির মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মো. হাশেমের ছেলে কৃষক মোঃ জসিম উদ্দিন তার নিজের ৮ শতক জায়গায় কলার চাষ করেন। বুধবার রাতে শত্রুতার জের ধরে স্থানীয় কিছু দুর্বৃত্ত ২শতাধিক কলা গাছ কেটে মাটিতে মিশিয়ে দেয়। সকালে তা দেখে কান্নায় ভেঙে পড়েন চাষী মো. জসিম। তিনি বলেন, গাছের কি দোষ। তারা ফলন্ত গাছ কেটে আমার বিশাল ক্ষতি সাধন করেছে। আমি এর ন্যায় বিচার কামনা করছি প্রশাসনের কাছে। স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল ইসলাম পেছু বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে এলাকার কিছু চিহ্নিত লোক জসিম উদ্দিনের ২৫০ টি কলাগাছ কেটে ফেলেছে। এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। আমরা এই অপকর্মের সঠিক বিচার দাবি করছি। এ দিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়। এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন জানান, কলা গাছ কেটে ফেলার কোন অভিযোগ এখনও আমার হাতে আসেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।