বাঁশখালীর ঋষিধামে প্রার্থনা সভা আজ

| শুক্রবার , ১২ মার্চ, ২০২১ at ৯:৪৪ পূর্বাহ্ণ

ঋষিধাম পরিচালনা কমিটি শ্রী গুরু সংঘের সভাপতি লায়ন প্রফুল্ল রঞ্জন সিংহের প্রয়ানে প্রার্থনা সভা আজ শুক্রবার সকাল ৯টায় বাঁশখালীর ঋষিধাম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। প্রার্থনা সভায় পৌরহিত্য করবেন ঋষিধাম ও তুলসী ধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ। মহতী অনুষ্ঠানমালায় সকলকে উপস্থিত থাকার জন্য ঋষিধামের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগদ টাকা তাসসহ ১৫ জন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধমীরসরাই অ্যাসোসিয়েশন চট্টগ্রাম’র সভা