বাঁশখালীর ঋষিধামে ঋষিকুম্ভমেলা শুরু

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২৪ জানুয়ারি, ২০২৬ at ৬:২৩ পূর্বাহ্ণ

বাঁশখালীর ঋষিধামে গতকাল শুক্রবার ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে শুরু হয়েছে। জয়গানে মঙ্গল আহ্বান, জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ ঋষিকুম্ভমেলা শুরু হয়েছে। ধর্মীয় কার্যাদির মাধ্যমে শুরু হওয়া ঋষিকুম্ভমেলায় প্রতিবারের ন্যায় লক্ষাধিক লোকের সমাগত হবে আয়োজক কমিটির কর্মকর্তারা জানান। কুম্ভমেলার প্রথম অধিবেশনে মঙ্গল জয়গান ও মঙ্গল আহ্বান, জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কুম্ভমেলার অধিবেশন শুরু করা হয়। আশীর্বাদক ছিলেন স্বামী নিরঞ্জনানন্দ পুরী মহারাজ। পৌরহিত্যে করেন ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। উপস্থিত ছিলেন, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ সভাপতি দেবাশীষ পালিত। কুম্ভমেলার আহ্বায়ক অ্যাডভোকেট অনুপম বিশ্বাস, সদস্য সচিব চন্দ্র্র শেখর মল্লিক, চন্দন দাশ, তড়িৎ গুহ, অদ্বৈতানন্দ পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাঞ্চন বিশ্বাস, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ বাঁশখালী শাখার সভাপতি অলক দাশ, ঋষি অদ্বৈতানন্দ পরিষদ দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কান্তি গুহ, বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক ঝুন্টু কুমার দাশ, দোলন দাশ প্রমুখ। ধর্মসন্মেলন সঙ্গীতাঞ্জলি ও নৃত্যানুষ্ঠান।

পূর্ববর্তী নিবন্ধইন্দ্রমুদ্রা
পরবর্তী নিবন্ধপহরচাঁদায় গ্রিন লাইট ফাউন্ডেশনের প্রবীণ মেলা