বাঁশখালীর ঋষিধামে আলোচনা সভা

| শনিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৪৯ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার ঋষিধামে শ্রীগুরু সংঘের কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা গত ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। কার্যালয়ের উদ্বোধন করেন ঋষিধাম ও তুলসীধামের মোহন্ত স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজ। শ্রীগুরু সংঘের সাধারণ সম্পাদক বিমল দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে আশির্বাদক ছিলেন স্বামী নিরঞ্জনানন্দ পুরী মহারাজ। গীতা থেকে পাঠ করেন ঋষিধামের সন্ন্যাসী সচ্ছিদানন্দ পুরী।

স্বাগত বক্তব্য রাখেন ঋষি অদ্বৈতানন্দবাংলাদেশের সভাপতি দেবাশীষ পালিত। উপস্থিত ছিলেন কৃপানন্দ পুরী, অধ্যাপক দেবব্রত দেওয়ানজী, অজিত চৌধুরী, সুভাষ মল্লিক, চন্দ্র শেখর মল্লিক, শুভঙ্কর দেব, অনিল দেব, পান্না পাল, দীপক দত্ত, চন্দন দাশ, অলক দাশ, তড়িৎ কান্তি গুহ, ডা. আশীষ শীল, এড. কাঞ্চন বিশ্বাস, বাবলা পাল, প্রদীপ গুহ, ছোটন দেব, দিলীপ দত্ত, সুমন গুহ, রতন পাল, রুহিতোষ দেবনাথ, দোলন দাশ, মিঠুন সুশীল, নন্দন শীল, সাগর সুশীল, সুকান্ত দাশ, লিপটন দেবনাথ লিপু, কার্তিক দাশ, সুমন তালুকদার, রিপন ভট্টাচার্য্য, সঞ্চয় নাথ, রনি সরকার, চন্দন কুমার শীল, বিদু দাশ, রতন দেবনাথ, সজল দাশ, উদয় কুমার দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলিবিয়ায় বন্যা-বিধ্বস্ত দেরনায় হাজার হাজার লোক নিখোঁজ
পরবর্তী নিবন্ধশিক্ষা নিয়ে আমৃত্যু কাজ করে গেছেন কলিম উল্লাহ মাস্টার