বাঁশখালীতে শীতার্ত জনগণের মাঝে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর উদ্যোগে কম্বল বিতরণ করেছেন। গতকাল শনিবার সকালে এমপির সরল ইউনিয়নের নিজ বাসভবনে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারছড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী রাওকাতুন নূর চৌধুরী প্রিয়াতা প্রমুখ। কম্বল বিতরণকালে সাংসদ বলেন, বর্তমান সরকার গরীব দুঃখী মেহনতি মানুষের দুঃখ লাঘবের জন্য সর্বত্র কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ আজ স্বপ্ন নয় বাস্তবে রূপ লাভ করেছে। তিনি বাঁশখালীর উন্নয়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।