বাঁশখালীর ইউএনওর মোবাইল নাম্বার ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ মে, ২০২৩ at ৭:৩৭ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর বাঁশখালীর অফিসিয়াল মোবাইল নাম্বার (০১৭৩৩৩৩৪৩৪৫) ক্লোন করে কতিপয় প্রতারক চক্র বিভিন্ন জনের কাছে চাঁদা দাবি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কয়েকজনের কাছে টাকা চাওয়ার ঘটনা জানাজানি হওয়ার পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়ে সবাইকে সতর্ক করেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, আমার অফিসিয়াল মোবাইল নম্বরটি ক্লোন করে গতকাল সোমবার সকালে বাহারছড়া ও সাধনপুর ইউনিয়ন পরিষদের সচিব এবং পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যানের কাছে নানা অজুহাতে টাকা চাওয়ার ঘটনা জানতে পারি।

পর বিষয়টি নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হুঁশিয়ার করে দিই। এ কাজ করতে যাতে সাহস না পায় তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসংসদের বাজেট অধিবেশন শুরু ৩১ মে
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা কাল