বাঁশখালীর স্বঘোষিত যুবলীগ নেতা সাবেক এমপি মোস্তাফিজুর রহমানের কাছের লোক হিসেবে পরিচিত মোরশেদুর রহমান নাদিমকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ। গতকাল শনিবার ভোরে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফায়েল আহমেদের নেতৃত্বে একদল পুলিশ কালীপুরে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাদিম উপজেলার কালীপুর ইউনিয়নের মশিউর রহমানের পুত্র। তিনি ইউনিয়ন কিংবা উপজেলা যুবলীগের সুনির্দিষ্ট কোনো কমিটিতে না থাকলেও নিজেকে যুবলীগ নেতা হিসেবে পরিচয় দিতেন।
জানা যায়, আওয়ামী লীগ সরকার আমলে সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর ছত্রছায়ায় থেকে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড চালাতেন মোরশেদুর রহমান নাদিম। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানারকম কুরুচিপূর্ণ স্ট্যাটাস, সাংবাদিক নির্যাতন ও উস্কানির অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফায়েল আহমেদ নাদিমকে গ্রেপ্তারের কথা স্বীকার করে তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হয়েছে বলে জানান।







