বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ তারেক হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। থানা পুলিশের এস.আই মং থোয়াই হ্লা চাক্ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গতকাল বুধবার অভিযান পরিচালনা করে বলে থানা পুলিশের প্রদত্ত বার্তায় জানা যায়।
গোপনে ইয়াবা নিয়ে চট্টগ্রামে যাওয়ার খবরে থানা পুলিশের এস.আই মং থোয়াই হ্লা চাক্ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ পুঁইছড়ির ফুটখালী ব্রীজের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর গাড়ি তল্লাশি করে লোহাগড়ার পদুয়া ফরিয়াদেরকুল এলাকার মোহাম্মদ ইউনুছের পুত্র তারেক হোসেন (২৮) কে গ্রেপ্তার করে। পরে তার কাছে রক্ষিত ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে ।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন বলেন, পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ আদালতে সোর্পদ করা হবে বলে তিনি জানান ।












