বাঁশখালীতে ৫ হাজার ইয়াবাসহ আটক ২

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ৫ মে, ২০২১ at ১০:২৬ অপরাহ্ণ

বাঁশখালী থানা পু‌লিশ পৃথক অ‌ভিযান চা‌লি‌য়ে ৫ হাজার পিস ইয়াবাসহ সহ ২ জন‌কে আটক ক‌রে‌ছে।
বাঁশখালী থানার এসআই(নি.) দীপক কুমার সিংহ সঙ্গীয় ফোর্সসহ আজ বুধবার (৫ মে) বিকা‌লে বাঁশখালী থানাধীন পুঁইছড়িতে বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশের রাস্তায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ কক্সবাজারের ঈদগাহ থানার ৯নং ইসলামাবাদ ইউনিয়নের গজারিয়ার মৃত নুরুল ইসলামের পুত্র আব্দুল্লাহকে (২০) গ্রেফতার করে।
একই দিন অপর অ‌ভিযা‌নে বিকালে এসআই(নি.) দীপক কুমার সিংহ সঙ্গীয় ফোর্সসহ পুঁইছড়িতে বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কে ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশের রাস্তায় ১ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজারের পেকুয়ার ২নং ওয়ার্ড রাজাখালীর আব্দুল করিমের স্ত্রী খাদিজাতুল কোবরা প্রকাশ খাদিজাকে গ্রেফতার করে।
এ সংক্রান্তে বাঁশখালী থানায় পৃথক মামলা রুজু পূর্বক আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ব‌লে জানান বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোহাম্মদ স‌ফিউল কবীর।
তি‌নি এ অ‌ভিযান অব্যাহত থাক‌বে ব‌লে জানান।

পূর্ববর্তী নিবন্ধকারাগারে হেফাজতের দুই নেতা
পরবর্তী নিবন্ধচবির নতুন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে