বাঁশখালীতে অভিযান চালিয়ে ৫ হাজার ৫ শ পিস ইয়াবাসহ ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
গতকাল শুক্রবার সকালে পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজারে মেসার্স জান্নাত এগ্রো ফার্মের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো কুমিল্লার মুরাদনগর যুগীরখীল খান বাড়ি এলাকার মৃত মো. ফিরোজ খানের ছেলে মো. ইকবাল হোসেন (৪০) ও টেকনাফের বটতলী ইউপির দর্গার ছড়া শেখ আহম্মদের বাড়ি এলাকার মৃত শেখ আহম্মদের ছেলে মো. ইউসুফ (২৩)।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, ৫ হাজার ৫শ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয় ।তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে ।