বাঁশখালী থানা পুলিশের বিশেষ পৃথক অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার (২২ জুন) বিকালে ও সন্ধ্যায় বাঁশখালী থানার এসআই দীপক কুমার সিংহ সঙ্গীয় ফোর্সসহ বাঁশখালীর সর্ব দক্ষিণের পুঁইছড়ি ইউনিয়নের বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রিজের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর পৃথক অভিযান পরিচালনাকালে ৪ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই দীপক কুমার সিংহ সঙ্গীয় ফোর্সসহ পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে দুই হাজার পিস ইয়াবা সহ টেকনাফের হ্নীলা ইউপির পশ্চিম সিকদার পাড়ার মো. সেলিমের পুত্র মো. সোহেল (২২) এবং কক্সবাজার সদরের চৌধুরী পাড়ার মৃত মো. শফির পুত্র মো. জামাল উদ্দিনকে(৩০) আটক করে।
পরে, একই স্থানে সন্ধ্যায় আবারো ২ হাজার পিস ইয়াবাসহ কক্সবাজার দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার নুরুল হোসেনের পুত্র মো. ইব্রাহীম প্রকাশ রানা (২১) এবং নুরুল হোসেন (সৎ পিতা) ও দিলশাদ বেগমের পুত্র ইসলাম উদ্দিন প্রকাশ বাবুকে(২০) আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হচ্ছে বলে জানান বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর।
তিনি আরো জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।