বাঁশখালীতে ৪৭ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৭:৫৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর সাগর উপকূলে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন চালিয়েছে প্রশাসন। অভিযানে প্রায় ৪৭ লাখ টাকা মূল্যের ৩০ হাজার মিটার চরঘেরা জাল এবং ৪টি বেহুন্দি জাল জব্দ করা হয়।

গতকাল শনিবার সকাল থেকে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বঙ্গোপসাগরের শেখেরখীল, খাটখালী ও গন্ডামারা সংলগ্ন মোহনায় এই দ্বিতীয় ধাপের অভিযান পরিচালিত হয়। বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং বাংলাদেশ কোস্টগার্ড (পূর্ব জোন, বিসিজি কন্টিনজেন্ট চট্টগ্রাম) যৌথভাবে এটি পরিচালনা করে।

অভিযান চলাকালে জব্দকৃত জালসমূহ বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিনের উপস্থিতিতে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধআধুনগরে তারকব্রহ্ম মহানামযঙ্গ আজ থেকে
পরবর্তী নিবন্ধচমেকে প্রাক্তন ছাত্র সমিতির মিলনমেলা