দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রত্যয় নিয়ে আজ আত্মসমর্পণ করতে যাচ্ছে বঙ্গোপসাগর ভিত্তিক জলদস্যুরা। বাঁশখালী, মহেষখালী, কুতুবদিয়া ও চকরিয়া এলাকার অর্ধশতাধিক (৪০ জন) জলদস্যু আত্মমর্পণ করতে যাচ্ছে। চট্টগ্রাম র্যাব-৭ এর পক্ষ থেকে এ কার্যক্রম বাস্তবায়ন করার জন্য দীর্ঘদিন থেকে প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা মাঠে কাজ করে যাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে প্রাপ্ত তথ্য মতে, সকালে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সংসদ সদস্য, আইজিপি বেনজির আহমেদ, স্বরাষ্ট্র সচিব, ডিজি র্যাব, পুলিশসহ ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা চাম্বল মাঠে অবতরণ করার পর বাঁশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানস্থলে আগমন করবেন। সেখানে সকাল ১১ টায় মূল অনুষ্ঠান শুরু হবে বলে জানা যায়। তবে এ অনুষ্ঠানের সার্বিক সব কিছু র্যাব নিজেরা তদারকি করায় অনুষ্ঠানের সংশ্লিষ্ট আত্মসমর্পণকারী ও তাদের স্বজন, মিডিয়াকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করতে পারবেন বলে জানা যায়।