বাঁশখালীতে ৪টি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার

দুই আসামি গ্রেপ্তার

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ২৯ অক্টোবর, ২০২৫ at ৮:০৭ পূর্বাহ্ণ

বাঁশখালীর উপকূলীয় সরল এলাকা হতে মামলার দুই পলাতক আসামীকে যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে সরল ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অপরদিকে র‌্যাব জানান, অভিযান কালে সরলে পরিত্যক্ত অবস্থায় ৪টি আগ্নেয়াস্ত্র, ১০টি কার্তুজ ও বেশকিছু (লম্বা দা) ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

র‌্যাব৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে বাঁশখালী থানায় চলতি বছরের ২৩ এপ্রিল সরলে সংঘটিত ঘটনায় রেকর্ডকৃত মামলা নং ৩৭ এর ৬নং আসামি আবুল হাসান , ১৮নং আসামি শওকত এলাকার ভেতরে গোপনে অবস্থান করছে। এ খবরে মঙ্গলবার ভোরে র‌্যার ৭ এবং সেনা বাহিনীর একটি যৌথ অভিযানিক দল সরল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় উপরোক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত আবুল হাসান (৪৮) সরল ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আমির হামজার পুত্র, মোঃ শওকত (৩০) উত্তর সরলের আবুল হাসানের পুত্র। একই সময়ে সরল এলাকা হতে পরিত্যাক্ত অবস্থায় ৪টি আগ্নেয়াস্ত্র, ১০টি কার্তুজ ও বেশকিছু (লম্বা দা)ধারালো অস্ত্র উদ্ধার করা হয় এ ব্যাপারে র‌্যাব৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) .আর.এম. মোজাফ্‌ফর হোসেন বলেন, অপরাধে জড়িত পলাতক আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় গাঢাকা দিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ সাইফুল ইসলাম বলেন ,যৌথ বাহিনীর অভিযানে আটককৃতদের থানায় হস্তান্তর করলে তাদের বিরুদ্ধে মামলা থাকায় তাদের আদালতে সোর্পদ করা হয়, আর পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত অস্ত্র থানায় জমা রাখা হয় বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা, ৬ হাজার ঘনফুট বালু জব্দ
পরবর্তী নিবন্ধস্বর্ণের দাম কমল ভরিতে আরও ১০ হাজার টাকা