বাঁশখালীতে ৩ বসতবাড়ি আগুনে পুড়ে ছাই

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ২৬ এপ্রিল, ২০২১ at ১১:৩২ পূর্বাহ্ণ

বাঁশখালীতে আগুনে পুড়ে গেছে তিনটি বসতঘর। রবিবার (২৫ এপ্রিল) রাত ৮টার দিকে বাঁশখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের জলদাশ পাড়া (নতুন পাড়া) এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে ডা. আর কে দাশ, দীলিপ দত্ত ও রতন দত্তের কাঁচা টিনশেড বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা রো‌জি বলেন, “ক্ষতিগ্রস্ত দিলীপ দত্ত ও রতন দত্তের বাড়িতে কেউ থাকত না। তারা ঘটনাস্থল থেকে সামান্য পশ্চিমে জলদাশ পাড়া রাস্তার পার্শে একটি চায়ের দোকান করতেন। তারাও সেখানে থাকতেন। দুর্ঘটনার সময় কেউ ঘরে ছিল না। কীভাবে আগুনের সূত্রপাত হলো বুঝতে পারছি না।”
এতে কমপক্ষে ৮-১০ লাখ টাকার উপর ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার লিটন বৈষ্ণব বলেন, “আমার পৌরসভার ৬নং ওয়ার্ডে নতুন জলদাশ পাড়া এলাকায় বসতবাড়িতে আগুন লাগার খবর ৯৯৯ থেকে পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে তিনটি কাঁচা বসতঘর পুড়ে গেছে।” অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্যবিধি না মানলে আবারও কঠোর লকডাউন : কাদের
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২০৮