বাঁশখালীতে ৩ বন্দুক ও এলজি উদ্ধার, দুই আসামি গ্রেপ্তার

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ১২ মে, ২০২৫ at ১০:১২ পূর্বাহ্ণ

বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ১টি দেশীয় তৈরী এলজি উদ্ধার এবং ২জন আসামিকে গ্রেফতার করেছে। গতকাল রোববার সকালে পেকুয়া টু চট্টগ্রাম সড়কের উপর চেকপোস্ট বসিয়ে বাঁশখালী থানা গেটের সামনে থেকে ১টি রেজিস্ট্রেশনবিহীন যাত্রীবাহী সিএনজি (অটোরিক্সা) গাড়ি থেকে অস্ত্র উদ্ধার এবং অস্ত্র বহনকারি দুজনকে গ্রেফতার করে পুলিশ। এব্যাপারে গতকাল রোববার দুপুরে বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলামের কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে অস্ত্র উদ্ধারের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। এসময় ওসি জানান বাঁশখালী থানা গেটের সামনে পেকুয়া টু চট্টগ্রাম সড়কের উপর চেকপোস্ট স্থাপন করে ১টি রেজিস্ট্রেশনবিহীন যাত্রীবাহী সিএনজি থামিয়ে গাড়ির পিছনে যাত্রী বেশে বসা ২ জন ব্যক্তিকে সিএনজি থেকে নামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ঘটনাস্থলে পেকুয়ার টইটং ইউপির ৮নং ওয়ার্ডের আমিন শরীফ মিয়ার বাড়ি এলাকার মৃত ফজলুল করিম চৌধুরী ও আনোয়ার সিদ্দিমের পুত্র মো. সাখাওয়াত হোসেনের (২৭) ডান হাতে থাকা প্লাস্টিকের বস্তার ভিতর সাদা ও নীল রংয়ের পুরাতন চেক লুঙ্গির অংশ দিয়ে মোড়ানো অবস্থায় ২টি দেশীয় তৈরী সচল কালো রংয়ের একনলা বন্দুক লোহা ও কাঠের অংশ চার ভাগে পৃথক পাওয়া যায়। অপরদিকে বাঁশখালী পৌরসভা ৫নং ওয়ার্ডের মিয়ার বাজার মিজ্জরি বাড়ি এলাকার আহম্মদ হোসেন ও মৃত মমতাজ বেগমের পুত্র মো. ইলিয়াসের (৪১) বাম হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভিতর সাদা ও নীল রংয়ের পুরাতন চেক লুঙ্গির অংশ দিয়ে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরী সচল কালো রংয়ের এলজি লোহা ও কাঠের অংশ ২ ভাগে পৃথক পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মাদক না আনায় তিনজনকে কুপিয়ে জখম, যুবককে ধরে পুলিশে দিল জনতা
পরবর্তী নিবন্ধতীব্র তাপদাহে টেরীবাজারে শরবত বিতরণ