বাঁশখালীতে ৩৯০ জন দুস্থ খামারীর মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার কালীপুর ইউনিয়ন পরিষদে কালীপুর, বাহারছড়া, কাথরিয়া, সাধনপুর খানখানাবাদ ও পুকুরিয়া এলাকার খামারীদের মাঝে এসব গো খাদ্য বিতরণ করা হয়। এ সময় বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজীসহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।