বাঁশখালীতে ২ মামলা, সাবেক এমপি ও ৫ চেয়ারম্যানসহ আসামি শতাধিক

মোস্তাফিজের বিরুদ্ধে এ নিয়ে হলো ৪ মামলা

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ২৮ আগস্ট, ২০২৪ at ৮:৫২ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা আলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে গতকাল মঙ্গলবার পৃথক দুটি মামলা হয়েছে । পূর্বের দুটি মামলা সহ সব মিলে এ পর্যন্ত ৪টি মামলা হয় সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে । মামলার অপর আসামিরা হলেন উপজেলা আলীগের সাধারণ সম্পাদক আবদুল গফুর, সরল ইউনিয়নের চেয়ারম্যান ও এমপির চাচা রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আনম শাহাদাত আলম, চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, বৈলছড়ির চেয়ারম্যান কফিল উদ্দিন, খানখানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জসিম হায়দার সহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কালীপুর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী। পৃথক আরেকটি মামলায় সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, সাবেক বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, সরকারি আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ মো. ইদ্রিস, সাবেক উপজেলা কৃষি কর্মকর্তা মোঃশহিদুল ইসলাম সহ ৩৮ জনের নামে মামলা দায়ের করেছেন সরল ইউনিয়নের বিএনপি নেতা জাফর আহমদ।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে বাঁশখালী সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল হামিদের আদালতে পৃথক মামলা দুটি আমলে নিয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধহাছান মাহমুদ, নাছির, নওফেলসহ ২৭০ জনের নামে হত্যা মামলা
পরবর্তী নিবন্ধচেয়ারম্যানের পদত্যাগ দাবিতে সিডিএতে বিক্ষোভ