বাঁশখালীতে ২ ফার্মেসিকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ১ মার্চ, ২০২১ at ৮:০৬ অপরাহ্ণ

বাঁশখালীতে ঔষধে ভেজাল রোধ এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি হচ্ছে কি না তা যাচাই-বাছাই করার জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর ১৮ ধারামতে পরিচালিত এ অভিযান পৌরসভার জলদীতে পরিচালনা করা হয় আজ সোমবার (১ মার্চ)।
বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ আতিকুর রহমান ও চট্টগ্রাম ঔষধ অধিদপ্তরের সহকারী পরিচালক সায়মা ছিদ্দিকার নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা সদরের ইসলামিয়া ফার্মেসিকে ৩ হাজার টাকা, আস্করিয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, “ভেজাল রোধ এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ যাতে বিক্রি করতে না পারে তার জন্য এ অভিযান পরিচালনা করা হয়েছে।” এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধভিডিও কনফারেন্সে আদালতে সু চি
পরবর্তী নিবন্ধফৌজদারহাটে ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু