বাঁশখালীতে ২০ হাজার পিস ইয়াবা ও বাইকসহ গ্রেপ্তার ১

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৭:২৪ পূর্বাহ্ণ

বাঁশখালী থানা পুলিশের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেলসহ ১জন আসামিকে গ্রেপ্তার করা হয়। গত ২০ মে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে থানার সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা পরিচালনা করে। এ সময় বাঁশখালীর প্রধান সড়কে থানার সামনে এলাকা হতে দক্ষিণে পেকুয়ার দিক থেকে আসা কঙবাজার সদর খুরুস্কুল ইউপির আব্দুল হামিদ খান ও বানেসা বেগমের পুত্র মোহাম্মদ আব্দুল সালেক শাহিনকে (৩২) গ্রেপ্তার করে বিশেষ কায়দায় রক্ষিত প্যাকেটে মোড়ানো ২০ হাজার পিস ট্যাবলেট ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবাসহ মোহাম্মদ আব্দুল সালেক শাহিনকে গ্রেপ্তার করে।

পূর্ববর্তী নিবন্ধআহমদ হোসেন খান : একজন কর্মবীরের প্রতিকৃতি
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় সংরক্ষিত বনে নির্মাণাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ