বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮ হাজার পিচ ইয়াবাসহ এমদাদুল ইসলাম প্রকাশ ইমতিয়াজ(২৪) নামে১ জন কে গ্রেপ্তার করেছে। থানা পুলিশের এক বার্তায় জানান, গতকাল গভীর রাতে পরিচালিত থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. কামাল উদ্দিনের নেতৃত্বে থানার এসআই মং থোয়াই হ্লা চাক্ সঙ্গীয় ফোর্স সহ শনিবার গভীর রাতে পৌরসভাধীন কালী বাড়ী মন্দিরের সামনে অভিযান পরিচালনা করে ১৮ হাজার পিচ ইয়াবা সহ পেকুয়ার দক্ষিন মেহেরনামা মুড়ার পাড়ার মো.ইদ্রিসের পুত্র এমদাদুল ইসলাম প্রকাশ ইমতিয়াজ(২৪) কে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. কামাল উদ্দিন বলেন, ইয়াবা আসার খবর পেয়ে থানা পুলিশ অভিযানে নামে। এতে ১৮ হাজার পিচ ইয়াবাসহ পেকুয়ার দক্ষিন মেহেরনামা মুড়ার পাড়ার মো. ইদ্রিসের পুত্র এমদাদুল ইসলাম প্রকাশ ইমতিয়াজ (২৪) কে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মাদক আইনে মামলা ও আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।