বাঁশখালীতে ১৮ হাজার ইয়াবা সহ গ্রেফতার ২

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ১১:১১ অপরাহ্ণ

বাঁশখালী থানা পুলিশ আজ শনিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ও রাতে বিশেষ অভিযান চালিয়ে ১৭ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ ওয়াছ খাতুন (৫০) ও আবুল কালাম (৩০) নামে দুইজনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বাঁশখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম ও এসআই(নি.) মো. মাসুদ সঙ্গীয় ফোর্সসহ আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাঁশখালী থানাধীন পুঁইছড়ি ইউনিয়নের বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১৬ হাজার ৮শ’ পিস ইয়াবা সহ বান্দরবানের লামা, আব্দুল্লাজিরী, পাপিয়াখালীর মৃত গিয়াস উদ্দিনের স্ত্রী ওয়াছ খাতুনকে গ্রেফতার করে।

অপর অভিযানে শনিবার রাত ৮টার দিকে একই স্থানে অভিযান পরিচালনা করে এক হাজার পিস ইয়াবা সহ উখিয়া থানার কুতুপালং ক্যাম্প নং ৬-এর রশিদ আহমদের পুত্র আবুল কালামকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, শনিবার রাতে বাঁশখালী পৌরসভার জঙ্গল জলদী এলাকা থেকে ৩০ লিটার মদ সহ মোস্তফা আলীর পুত্র নুর আলম(৩০) এবং মো. শফি আলমের পুত্র ড্রাইভার মো. বেলালকে(১৯) আটক করা হয়।

এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সফিউল কবীর বলেন, “মাদক ও ইয়াবা উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।”

আজ শনিবার রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইয়াবা উদ্ধার সংক্রান্ত পৃথক পৃথক মামলা রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, বাঁশখালী-পেকুয়া সড়ক হয়ে চট্টগ্রামে প্রায় সময় ইয়াবা পাচার হওয়ার অভিযোগ দীর্ঘদিনের।

এ সড়কে পুলিশের মোবাইল টিম অভিযান পরিচালনা করলে কিছু না কিছু ইয়াবা পেয়ে থাকে। প্রায় সময় ইয়াবাসহ নারী ইয়াবা পাচারকারী আটক হয়। আবার অনেক সময় নানা কৌশলে পার পেয়ে যায়। তাই বাঁশখালী-পেকুয়া সড়কে প্রতিনিয়ত ইয়াবা প্রতিরোধে স্থায়ী পুলিশ ফাঁড়ি বসানোর দাবি করেছে সাধারণ জনগণ।

পূর্ববর্তী নিবন্ধজুয়ার সরঞ্জাম সহ ৯ জুয়াড়ি গ্রেফতার
পরবর্তী নিবন্ধএলিভেটেড এক্সপ্রেসওয়ে নিয়ে আবার পর্যালোচনা