বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর এলাকার হোসেন আহমদ হত্যা মামলার পলাতক আসামী মোহাম্মদ আলীকে(৪৮) দীর্ঘ ১৮ বছর পর গতকাল বুধবার (৩০ জুন) গভীর রাতে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।
আটক মোহাম্মদ আলী পুকুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মো. আমিনের পুত্র।
বাঁশখালী থানা পুলিশ ও নিহত হোসেন আহমদের পরিবার সূত্রে জানা যায়, ২০০৩ সালে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর ফেরিঘাট এলাকায় স্থানীয় হোসেন আহমেদ প্রকাশ ফাইল্ল্যাকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করলে নিহতের মা শহরবানু বাদী হয়ে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন মোহাম্মদ আলী।
দীর্ঘ ১৮ বছর পর গতকাল বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করে বাঁশখালী থানার এসআই দীপক কুমার সিংহের নেতৃত্বে একদল পুলিশ।
পরে তাকে আজ বৃহস্পতিবার (১ জুলাই) আদালতে সোপর্দ করা হয় বলে জানান বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর।