বাঁশখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক হাজার আটশত পিস ইয়াবা সহ ২ জনকে গ্রেফতার করেছে। বাঁশখালী থানার এসআই নাজমুল হক সঙ্গীয় ফোর্স সহ আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে বাঁশখালী থানাধীন পুঁইছড়ি ইউপিস্হ বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে রাস্তার উপর থেকে ১ হাজার ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে গ্রেফতার করেন।
গ্রেফতার দুইজন হলো মহেশখালীর ৭নং ওয়ার্ডের ফকির জুমপাড়ার মৃত তালেব আলীর পুত্র বাহাদুর (২৩) এবং কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পের এ ডাব্লিউ সি ব্লকের মৃত আলী আহম্মদের পুত্র মো. রহিম(২৩)।
এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন বলে থানা সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, “থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এক হাজার আটশত পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে।” এ ঘটনায় মামলা হবে বলে জানান তিনি।