বাঁশখালীতে ১৫০ কেজি রং মেশানো মাছ জব্দ, জরিমানা

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ৪ অক্টোবর, ২০২৩ at ৪:৩৮ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার পুঁইছড়ি নাপোড়া বাজার ও শীলকূপ টাইম বাজারে রং মেশানো মাছ বিক্রি, মূল্য তালিকা না রাখা, অধিক মূল্যে পণ্য বিক্রয়সহ বিভিন্ন অপরাধে ছয়টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার।

জানা যায়, দোকানে মূল্য তালিকা না রাখা, অধিক মূল্যে পণ্য বিক্রয়সহ বিভিন্ন অপরাধে ব্যবসায়ীদের বিরুদ্ধে ছয়টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি, ১৫০ কেজি রং মেশানো মাছ জব্দ করে ধ্বংস করা হয়েছে। এছাড়া বিভিন্ন অপরাধে জড়িত ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার।

পূর্ববর্তী নিবন্ধপ্রকল্প পরিকল্পনায় গলদের দায়ভার কার
পরবর্তী নিবন্ধ‘হিংসা-বিদ্বেষ নয়, কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করতে হবে’