বাঁশখালীতে ১৩০টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১০ মার্চ, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর ১৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুম ভবনে অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পিইডিপি ৪ প্রকল্পের বাঁশখালী উপজেলার ১৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বরাদ্ধকৃত ল্যাপটপ বিতরণ উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান, থানার অফিসার ইনচার্জ ওসি মো. কামাল উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সালেক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, মো. সেলিম উদ্দিন, সহকারি শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবু সুফিয়ান,আবু বক্কর মো. ছিদ্দিক প্রমুখ। ল্যাপটপ বিতরণকালে প্রধান অতিথি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম পি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। সরকার শিক্ষার উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধতথ্যপ্রযুক্তির নির্ভরতায় দেশ ও জাতির উন্নয়নে একযোগে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধসাধারণ মানুষের পাশে বিএনপিকে পাওয়া যায় না : তথ্যমন্ত্রী