বাঁশখালীতে মো. দেলোয়ার হোসেন চৌধুরী (৩৫) নামে ১২ মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কালীপুর হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি উপজেলার মধ্যম ছাপাছড়ি ৯ নং ওয়ার্ড এলাকার বাহারছড়া ইউনিয়নের মো. আলী আহমদ চৌধুরীর পুত্র।
থানা পুলিশ সূত্রে জানা যায়, আসামি দেলোয়ার হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামের চকবাজার, পাঁচলাইশ, হাটহাজারী, রাঙামাটির কাউখালী থানা ও বাঁশখালী থানায় একাধিক মামলা রয়েছে। তিনি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তিনি ৬টি ডাকাতি ও ৬টি চুরি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।