বাঁশখালী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার ৮০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) পৃথক সময়ে বাঁশখালী থানার এসআই (নিঃ) লিটন চাকমা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাঁশখালী থানাধীন পুঁইছড়ি ইউপিস্থ বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২ হাজার) পিস ইয়াবা সহ আসামী পিএম খালী এলাকার নুরুল হকের পুত্র বাদশা মিয়াকে(২৬) গ্রেফতার করে।
অপর পৃথক অভিযানে একই স্থানে অভিযান পরিচালনা করে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন এনায়েত বাজার এলাকার নুরুল হকের পুত্র মো. আজিমুলকে(৩১) গ্রেফতার করা হয়।
তৃতীয় পৃথক অভিযানে একই স্থানে অভিযানে ২ হাজার আটশ’ পিস ইয়াবা সহ উখিয়া কতুপালং এলাকার জালাল আহমদের পুত্র সালেন আহমদ (৫৫), নুরুল ইসলামের পুত্র আমান উল্যাকে(১৯) গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে পৃথক পৃথক মামলা রুজু করে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফিউল কবীর। তিনি এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।