বাঁশখালীতে হেলমেট দিয়ে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

গ্রেপ্তার ৩

আজাদী প্রতিবেদন | রবিবার , ৪ জুন, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের পূর্ব রায়ছটা গ্রামে জমির বিরোধ নিয়ে বাগবিতণ্ডার জের ধরে প্রতিপক্ষের হামলায় মো. কায়সার সিকদার (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

গত শুক্রবার রাত ৮টার দিকে ৯ নম্বর ওয়ার্ডের একরাম মিয়া ঘাটা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। মো. কায়সার স্থানীয় ওমর আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মো. আকবর (৩৫) এবং মেজবাহ উদ্দিন (১৯) নামের ৩ জনকে গ্রেপ্তার করেছে। খানখানাবাদ ইউনিয়নের পূর্ব রায়ছড়া এলাকার মৃত ওমর আলী সিকদারের ৪ ছেলে, এক মেয়ের মধ্যে সবার বড় কায়সার। তিনি রেয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী। ছেলে মেয়ে নিয়ে চট্টগ্রাম শহরে বসবাস করেন। শুক্রবার বাড়িতে যান। স্থানীয়রা জানান, ওমর আলীর সাথে ফরিদুল আলমের জমি নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে ফরিদুলের লোকজন কায়সারকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে কায়সার সিকদারের খুনের ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হাসপাতালে নেওয়ার পথে কায়সারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা আলম নুরের ছেলে মো: আকবর ও মেজবাহ উদ্দিনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ঘটনার ব্যাপারে নিহতের প্রবাসী ভাই মঞ্জুর আলম সিকদার বলেন, প্রকাশ্যে আমার ভাইকে হেলমেট দিয়ে মেরে ও অন্ডকোশ চেপে ধরে হত্যা করে। সে সময় পুলিশ ঘটনাস্থলে থাকলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। নিহতের মা রোকেয়া বেগম (৭০) কায়সারকে হত্যার ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল উদ্দিন বলেন, খানখানাবাদের ঘটনার ব্যাপারে আনসার সিকদার বাদী হয়ে ৮ জনকে আসামি করে এজাহার দাখিল করেছে। প্রদত্ত এজাহারের ২নং ও ৭নং আসামি আটক রয়েছে, বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে তিনি জানান। এদিকে গতকাল শনিবার সন্ধ্যা ৭টার পর নিহত কায়সারের নামাজে জানাযা ও প্রতিবাদ সমাবেশ শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপায়রা বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকবে ২০-২৫ দিন
পরবর্তী নিবন্ধদেড় হাজার শয্যা সংস্থানে নতুন ১০ তলা ভবন নির্মাণের সিদ্ধান্ত