‘শিক্ষার জন্য দরকার সুস্বাস্থ্য’– স্লোগানকে সামনে রেখে হেলথকার্ড বৃত্তি প্রকল্প–২৪–এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে শনিবার (২৮ জুন) উপজেলার শীলকুপ হাজী সুলতান কমিউনিটি সেন্টারে সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মানবতা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমরানুল হকের সভাপতিত্বে জসীম ও হিরুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী–১৬ আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী মফিজুর রহমান আশিক। ছাত্রনেতা মফিজুর রহমান আশিক বলেছেন, আগামী দিনে দেশের ভবিষ্যৎ ছাত্রদের হাতেই, তারাই বাংলাদেশকে দুর্নীতি ও নিপীড়নমুক্ত একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করবে। হেলথকার্ড বিডি বৃত্তি প্রকল্পের বাঁশখালী শাখার পরিচালক জসীমউদ্দিনের স্বাগত বক্তব্যে হেলথকার্ড বিডি বৃত্তি সঠিকভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালীর থানার অফিসার ইনচার্জ জেলার শ্রেষ্ঠ ওসি সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা মোজহেরুল হক, বিশিষ্ট সমাজকর্মী আবুল কালাম আজাদ, মাস্টার লোকমান হাকিম, ব্যাংকার জালাল উদ্দীন, বন্দর কর্মকতা আশেক উল্লাহ, এপিপি আবুল মনসুর সিকদার, জুনায়েদ, জিহান, আবদুল্লাহ জিসান প্রমুখ। শেষে বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। এবার সবাইকে চমকে দিয়ে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার বাঁশখালী–২৪’ পুরস্কারে ভূষিত হয়েছেন জলদী দারুল কুরআন হিফজ মাদরাসার শিক্ষার্থী শাহজাহান মুনির রায়ান, সম্মিলিত ২য় স্থান মুতমাইন্নাতুল জানান তুনজিয়া, ৩য় স্থান আয়ুশী দে। সমাপনী বক্তব্য সভাপতি ইমরানুল হক অতিথি, অভিভাবক, শিক্ষার্থী ও হেলথকার্ড বাংলাদেশের কার্যনির্বাহী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। –বিজ্ঞপ্তি