বাঁশখালীতে হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, সমাজসেবা অফিসে হস্তান্তর

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ৯:৪২ অপরাহ্ণ

বাঁশখালীতে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

গত ১৭ ডিসেম্বর রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে বাঁশখালী থানাধীন ০৩ নং খানখানাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের খানখানাবাদ সাগর পাড় এলাকায় একটি শিশু একা ঘোরাঘুরি করছে—এমন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানাধীন বাহারছড়া পুলিশ ফাঁড়ির একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজের পরিচয় মোঃ আরমানুল ইসলাম (১১) বলে জানায়। তার পিতা আতাউল করিম ও মাতা রেহেনা বেগম। শিশুটির বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন পূর্ব টইটং এলাকায় বলে সে জানায়। তবে সে কোথায় যাবে বা কীভাবে সেখানে এসেছে—এ বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য দিতে পারেনি।

শিশুটির নিরাপত্তার স্বার্থে তাকে বাহারছড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে শিশুটির দেওয়া নাম ও ঠিকানার ভিত্তিতে স্থানীয় ইউপি সদস্য, গ্রাম পুলিশ এবং সংশ্লিষ্টদের মাধ্যমে তার পিতা-মাতার সন্ধান কার্যক্রম অব্যাহত রাখা হয়। এ বিষয়ে পেকুয়া থানাকেও অবহিত করা হয়েছে।

পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত শিশুটিকে সমাজসেবা অফিসার, বাঁশখালী উপজেলা, চট্টগ্রামের নিকট হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে যুবককে মেরে খালে ফেলে দিল চোর চক্র