বাঁশখালীতে হাতির হামলায় কৃষকের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ১০:০০ পূর্বাহ্ণ

বাঁশখালীতে পাহাড়ি গহীন অরণ্যে নব্যার ঝিরি এলাকায় হাতির হামলায় কামাল হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। নিহত কামাল হেসেন চাম্বল ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের আসহাব মিয়ার ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বনবিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সকালে চাম্বল এলাকার কৃষক কামাল হোসেন ক্ষেতে কাজ করার জন্য পাহাড়ি গহীন অরণ্যে নব্যার ঝিরি এলাকায় যায়। সেখানে প্রচুর কুয়াশা থাকায় দেখতে না পেয়ে হাতির সামনে পড়ে হামলার শিকার হয়।

জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, এই এলাকা হাতির বিচরণ ক্ষেত্র, প্রায় সময় হাতির পাল এখানে ঘুরে বেড়ায়। কুয়াশার মধ্যে এ কৃষক পাহাড়ে গেলে হাতির সামনে পড়ে গিয়ে হামলার শিকার হয় ।

বাঁশখালী ইকোপার্কে রেঞ্জ কর্মকর্তা মো. ইসরাইল হক বলেন, কৃষক কামাল হেসেন হাতির হামলায় মারা গেলে ঘটনাস্থলে সরজমিনে পরিদর্শন করা হয়। নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে তিনি জানান । বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার এ ব্যাপারে বলেন, হাতির আক্রমণে মৃত ব্যক্তির লাশ উদ্ধারপূর্বক সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে ।

পূর্ববর্তী নিবন্ধনারীশক্তি-শেকল ভেঙে শিখরে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ‘গানে গানে প্রতিবাদ’ পদযাত্রা